সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালনের যৌক্তিকতা

জাগো নিউজ ২৪ আমীন আল রশীদ প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১০:১৪

সারা পৃথিবীতে একই দিনে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন উদযাপিত হয়। কিন্তু মুসলমানদের প্রধান দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা একই দিনে সারা পৃথিবীতে পালিত হয় না। মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দুনিয়ায় যেদিন ঈদ হয়, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোয় ঈদ হয় সাধারণত তার পরদিন। এর কারণে ক্রিসমাস ডে হয় খ্রিষ্টীয় তারিখে—যেটি সূর্যনির্ভর। আর মুসলমানদের প্রধান দুটি উৎসব পালিত হয় আরবি মাসে—যা মূলত চন্দ্রনির্ভর। সূর্য ও চাঁদের এই ব্যবধানের কারণে সারা পৃথিবীতে একই দিনে ঈদ উদযাপিত হয় না। কিন্তু একই দিনে পৃথিবীর সকল দেশে ঈদ পালন করা সম্ভব কি না—তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা আছে।


বাংলাদেশের কিছু অঞ্চল, বিশেষ করে চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রশ্ন হলো, তিন ঘণ্টা সময় ব্যবধানের কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে যে কারণে বাংলাদেশে ফজর, আসর ও মাগরিবের নামাজ পড়া যায় না, সেই একই যুক্তিতে কী করে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের কিছু মানুষ ঈদের নামাজ পালন করেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও