You have reached your daily news limit

Please log in to continue


ওমরাহ করতে যাওয়ার পথে অসুস্থ বাবর, দুবাইয়ের হাসপাতালে ভর্তি

ওমরাহ করতে যাওয়ার পথে উড়োজাহাজে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বিএনপি নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার যাত্রাপথে বিমানে (এমিরেটস এয়ারলাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে দুবাইয়ে অবতরণের পর দ্রুত তাকে বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়।

“সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিৎকিসা চলছে।”

হায়দার আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বাবর বড় ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে মদিনা রওনা দেন।

তার কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে বাবরের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছার পর জানতে পারেন লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন