বলিউড অভিনেতা আমির খান অবশেষে নিজের মুখে বলেছেন, তিনি অভিনয়ে ফিরছেন ‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর পর্দায় ফেরেননি আমির। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করলেও অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি। এবার সেটি শোনা গেল।
কয়ময় ডটকম অভিনয়ে আমিরের প্রত্যাবর্তনের খবর জানিয়ে লিখেছে, কদিন আগে প্রজাতন্ত্র দিবসে গুজরাটের বরোদা শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে আমির ‘সিতারে জামিন পার’ সিনেমার খবর জানিয়েছেন।