‘আমেরিকা ফার্স্ট’ নীতি কি শক্তি প্রদর্শনের?

দেশ রূপান্তর রায়হান আহমেদ তপাদার প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯

ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ মূলনীতি মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই, পাশাপাশি এর ফলে আমেরিকার সীমানার বাইরে বসবাস করা কোটি মানুষের জীবনও ব্যাপকভাবে প্রভাবিত হবে। প্রধান প্রধান আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে? নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন বক্তব্যে ট্রাম্প বারবার বলেছেন যে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ একদিনের মধ্যে শেষ করতে পারবেন। যদিও সেটি ঠিক কীভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত কখনোই খোলাসা করেননি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে কোটি কোটি ডলার অনুদান দিয়েছে, ট্রাম্প সবসময়ই তার কড়া সমালোচক ছিলেন। সম্প্রতি বলেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার সঙ্গে দেখা করতে চান এবং ট্রাম্পের সহযোগীরা ঐ বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও