ঢাবির সহ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা পূরণে ৪ ঘণ্টা সময় দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে তাঁরা চার ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সমাধান না হলে তাঁরা পরবর্তী কর্মসূচি দেবেন।


আজ সোমবার দুপুর ১২টার দিকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে এসব কথা বলা হয়।


ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি পড়ে শোনান সাত কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি।


গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।


পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা গতকাল রাতেই দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে আজ দুপুর ১২টার দিকে তাঁরা সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি তুলে ধরেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও