ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নানা মতের মিলনমেলা
বাংলাদেশের সরকার, সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা-বাণিজ্য, সংবাদমাধ্যম, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আর কূটনৈতিকদের নিয়ে ঢাকায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ভারতীয় হাই কমিশন।
শনিবার ঢাকার হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য এ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা অতিথিদেরকে স্বাগত জানান। বক্তৃতা পর্বের পর ওড়িশি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন।
স্ত্রী শীলা আহমেদকে নিয়ে আয়োজনে অংশ নেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনুষ্ঠান
- প্রজাতন্ত্র দিবস