দিনাজপুরের স্বপ্নপুরীতে বন বিভাগের অভিযান, ৭৪ প্রাণী জব্দ
দিনাজপুরের নবাবগঞ্জে কৃত্রিম চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে অভিযান চালিয়ে সাপ, কুমির, বানর, ভালুকসহ ২২ প্রজাতির ৭৪টি বন্যপ্রাণী জব্দ করেছে বন বিভাগ।
বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের অভিযোগে বিশেষ অভিযানে চালিয়ে এসব বন্যপ্রাণী জব্দ করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর নির্দেশনায় বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এবং নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।