রাজনৈতিক মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি শিবিরের

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:৩২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ ছাত্রশিবির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে ঐক্য গড়তে প্রস্তুত। বিগত ১৫ বছরে দায়েরকৃত সব রাজনৈতিক প্রতিহিংসা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির ব্যবস্থা করতে হবে।’


রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মত প্রকাশের অবাধ সুযোগ তৈরি হয়েছে।


তবে দীর্ঘদিন ধরে ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে। প্রশাসনের প্রতি আহ্বান, অবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।’


সংবাদ সম্মেলনে শিবির সভাপতি বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থামেনি। গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হাজারো ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও