যে কারণে বাতিল হতে পারে বাংলা একাডেমি পুরস্কার ২০২৪
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গত বৃহস্পতিবার ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
পরে গতকাল শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়।
নোটিশে তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার কথা জানানো হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা স্থগিত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করা হলেও আজ রোববার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আজম বলেন, ' তালিকার নাম থাকা কারও বিরুদ্ধে গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুরস্কার বাতিল করা হবে।'
তিনি বলেন, 'বাংলা একাডেমি পুরস্কারের তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়েছে, বাতিল হয়নি।'