You have reached your daily news limit

Please log in to continue


উন্নত ফিচারযুক্ত ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ করছে মেটা

ওয়্যারেবল বা পরিধেয় প্রযুক্তিতে নিজেদের পরিধি আরো বাড়াতে কাজ করছে মেটা প্লাটফর্ম। প্রতিষ্ঠানটি নতুন স্মার্ট গ্লাস (চশমা) তৈরির পাশাপাশি রিস্টব্যান্ড ও ইয়ারবাডে এআই টুল যোগ করার দিকে মনোযোগ দিচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট এনগ্যাজেট বলছে, মেটা অন্তত তিনটি নতুন স্মার্ট গ্লাস মডেল তৈরি করছে এবং তাদের প্রথম সত্যিকারের (ট্রু) অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাস বাজারে আনার পরিকল্পনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি রিস্ট ওয়্যারেবল ও ইয়ারবাডেও এআই ফিচার যুক্ত করতে কাজ করছে।

মেটা এরই মধ্যে রে-ব্যানের সঙ্গে অংশীদারত্বে স্মার্ট গ্লাস বিক্রি করছে, যা কোম্পানির অভ্যন্তরে ‘সুপারনোভা’ নামে পরিচিত। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, এসব গ্লাস শিগগিরই বাজারে আসবে। তবে কোথায় তা নির্দিষ্ট করে বলা হয়নি। মেটা তাদের প্রযুক্তি অংশীদার লুক্সোটিকা গ্রুপের মালিকানাধীন অন্যান্য ব্র্যান্ডের গ্লাসও ব্যবহারের পরিকল্পনা করছে। এর মধ্যে একটি নতুন মডেল ‘সুপারনোভা ২’ ওকলের স্পাইরা গ্লাসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। এ গ্লাস সাইক্লিস্ট ও অন্যান্য অ্যাথলেটদের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে ক্যামেরা ফ্রেমের মাঝখানে থাকবে।

তৃতীয় মডেলটি কোম্পানির অভ্যন্তরে ‘হাইপারনোভা’ নামে পরিচিত। পণ্যটি বাস্তব এআর অভিজ্ঞতার আরো কাছাকাছি নিয়ে যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজ-সরল অ্যাপ চালানো, নোটিফিকেশন দেখা ও ডিভাইসে তোলা ছবি দেখতে পারবেন।

উন্নত ফিচারের কারণে পণ্যটির দাম বেশি হতে পারে। বিভিন্ন সূত্র বলছে, এর দাম প্রায় ১ হাজার ডলার (১ লাখ ২০ হাজার টাকার বেশি) হতে পারে। গত মাসে জানা গেছে, মেটা রে-ব্যান চশমার মডেলগুলোর জন্য ডিসপ্লে যোগ করতে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন