রোবট এখন আর কল্পবিজ্ঞানের অংশ নয়। বর্তমানে দৈনন্দিন জীবনের একটি সহায়ক অঙ্গ হয়ে উঠছে এরা, বিশেষ করে যখন মানুষের পরিবারের যত্নের কথা আসে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন রোবটকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে, যাতে ঘরবাড়ির কাজ থেকে শুরু করে মানসিকভাবেও সাহায্য করতে পারে এরা।
মানুষের জীবনযাপন সহজ করে তুলছে এসব রোবট, বিশেষ করে বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের বেলায়। ব্যক্তিগত হোম কেয়ার হচ্ছে প্রতিটি ব্যক্তির অনন্য চাহিদা পূরণের বিষয়ে। রোবটরা অভিযোজিত ও স্মার্ট হওয়ার মাধ্যমে এতে বড় ভূমিকা রাখে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। যেমন– কিছু রোবট মানুষকে তাদের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে, তাদের উঠে দাঁড়াতে ও চলাফেরায় সহায়তা করতে পারে।
২০২২ সালে জাপানে পরিচালিত এক গবেষণায় এমন রোবট নিয়ে পরীক্ষা করেছিলেন গবেষকরা, যা বয়স্কদের হাঁটতে অসুবিধার হলে তাদের শারীরিক সহায়তা দিতে পারে। তাদের পড়ে যাওয়া ঠেকাতে সেন্সর দিয়ে কাজ এসব রোবট এবং ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে তাদের সহায়তা দেয়। গবেষণার এসব ফলাফল থেকে ইঙ্গিত মেলে, রোবটের মাধ্যমে বাড়িতে চলাফেরা করার সময় নিরাপদ ও আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ব্যবহারকারীরা।