ফের নির্দেশনা অমান্যের দায়ে জরিমানা গুনছে এবি ব্যাংক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭

ব্যাংকখাতে গোলযোগ থামছেই না। অনিয়ম আর অব্যবস্থাপনা এবং সুশাসনের অভাবে খেলাপি ঋণে জর্জরিত এক সময়ের স্বনামধন্য ব্যাংকগুলো। দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ ক্রমবর্ধমান হারে বাড়ছে, আগামীতে আরও বাড়ার আভাসও মিলছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকখাতে মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ।


অভিযোগ রয়েছে, খেলাপি ঋণ উদ্বেগজনকহারে বাড়লেও ব্যাংকগুলোর কয়েকজন কর্মকর্তা এটিকে আড়াল করার চেষ্টা করছেন। দেওয়া হচ্ছে অবৈধ সুবিধাও। যদিও বার বার কঠোর অবস্থানের কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক।


আবারও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে ঋণপত্র (এলসি) খুলেছে বেসরকারি খাতের এবি ব্যাংক। নির্দেশনা অমান্যের দায়ে ব্যাংকটিকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগেও ব্যাংকটি প্যাসিফিক মটরসের খেলাপি ঋণের তথ্য গোপন করে বিশেষ সুবিধা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের জরিমানার মুখে পড়েছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও