সাপাহার এখন ৩ হাজার কোটি টাকার আমের বাজার

ডেইলি স্টার সাপাহার প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১৫:১৩

জুন থেকে আগস্ট—এই দুই মাস নওগাঁর সাপাহার উপজেলা শহরের চারমাথা-জিরো পয়েন্টে দাঁড়ালে চারদিকে প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত দেখা যাবে শুধু আমের ক্যারেট (ফল পরিবহনের প্লাস্টিকের ঝুড়ি)। অথচ, পাঁচ বছর আগেও এমনটা দেখা যায়নি।


সেই ভোরে শুরু হয়, তারপর রাত পর্যন্ত চলে সাইকেল থেকে অটোরিকশা, অটোরিকশা থেকে কাভার্ডভ্যান, কাভার্ডভ্যান থেকে বাস-ট্রাকে লাখো ক্যারেট আম পরিবহন।


এ দৃশ্য নওগাঁর সাপাহার আম বাজারের। সাহাপার বাজারে জুলাই থেকে শুরু করে প্রায় আড়াই মাস ধরে এই একই ‍দৃশ্য দেখা যায়।


সাপাহার উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সাপাহার বাজার থেকে গত বছর প্রায় আড়াই হাজার কোটি টাকার আম সারাদেশে গেছে। এখানে নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের কৃষকরাও আম নিয়ে আসেন।


সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, সাপাহার দেশের সবচেয়ে বড় আম বাজার। এর ইজারা মূল্য দুই কোটি ২১ লাখ টাকা।


১০ বছরে যেভাবে বদলেছে নওগাঁর কৃষি মানচিত্র


ধানের জন্য বিখ্যাত নওগাঁ জেলা। তবে গত ১০ বছরে আম চাষের জন্য খ্যাতি অর্জন করেছে। বদলে গেছে নওগাঁর কৃষি মানচিত্র।


নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০১৫ সালেও নওগাঁয় আম চাষ হয়েছে ৬ হাজার হেক্টরের কম জায়গায়। ২০১৭ সালে নওগাঁয় আমের বাগান ছিল ১৭ হাজার ৯০৭ হেক্টর জমিতে। বর্তমানে এ জেলায় আম বাগানের পরিমাণ ৩০ হাজার ৩০০ হেক্টর। এ বছর নওগাঁয় আম উৎপাদন হয়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার টন, যার বাজার মূল্য প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।


স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা জানা গেছে, নওগাঁয় সেচের পানির তীব্র সংকট থাকায় অনেক উঁচু জমিতে কোনো ফসল উৎপাদন করা যেত না। কিন্তু ২০০০ সালের পর চাঁপাইনবাবগঞ্জের কিছু কৃষক নওগাঁয় জমি লিজ নিয়ে আম বাগান করে সফল হন। তখন থেকে স্থানীয় কৃষকরাও আম বাগান শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও