নতুন পরিচয়ে ফাহমিদা নবী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৩

শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী তার অনুরাগীদের কাছে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। এবার তিনি লেখক হয়ে আসছেন। সামনের অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তার লেখা প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। তিনি এটিকে আত্মোপলব্ধিমূলক বই বলেছেন।


‘ফাহমিদা নবীর ডায়েরি’ শিল্পী সম্পর্কে বলেন, ‘আমার লিখতে ভালো লাগে শৈশব থেকেই। আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তো, ডায়েরি লিখতো, ভীষণ ভালো লাগতো। আমিও লেখার চেষ্টা করতাম, করছি। গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে সেই ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, সেগুলোকে উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি। এসব নিয়ে আমার প্রথম বই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও