ভাঙাচোরা দল নিয়ে খেলছি, ব্যাক-আপ নেই : সিলেট অধিনায়ক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫২

কাগজে-কলমে আগে থেকেই তুলনামূলক কিছুটা খর্ব শক্তির দল সিলেট স্ট্রাইকার্স। এবার চোটের হানায় যেন তাদের মাঠে নামায় দায়! দলটির অধিনায়ক আরিফুল হক তো আক্ষেপ নিয়েই বলেই ফেললেন, সব চোট যেন তাদেরই পিছু নিয়েছে।


একাদশে তিনজন নিয়মিত উইকেটকিপার-ব্যাটার সিলেটের। অথচ কেউই কিপিং করার মতো ফিট নন। সবাই চোটে ভুগছেন। ফলে উইকেট সামলাতে হচ্ছে অনিয়মিত রনি তালুকদারকে। তাছাড়া বিদেশি তারকা অলরাউন্ডার রাকিম কর্ণওয়ালতো চোটের কারণে দেশেই ফিরে গেছেন।


আরিফুল বলেন, '(নিজেদের) দুর্ভাগা তো মনে হচ্ছেই। রাকিমের (কর্নওয়াল) পুরো মৌসুম খেলার কথা ছিল। সেও এসে চোট পেয়ে চলে গেল। এখন দলের সবাই মনে হয় ইনজুরড। ব্যাক-আপ ক্রিকেটার বলতে কেউ নেই। ভাঙাচোরা (দল) নিয়েই খেলতে হচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও