চলছিল সালমান খান ও রাশমিকা অভিনীত ছবি 'সিকান্দার'-এর শুটিং। তার মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এই ঘটনার পর রাশমিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায়। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না নায়িকা। একইসঙ্গে ছবির শুটিংও বিপাকে। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে।
নায়িকার আসন্ন ছবি 'ছাবা'র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন রাশমিকা। সে ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী। জানালেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই তার।