নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত
নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালিয়ে ২০ জেলেকে
হত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা।