টুথপেস্ট করবে আরও যে ৫ কাজ
যুগান্তর
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩২
টুথপেস্ট দিয়ে কি শুধু দাঁতই মাজা হয়? আপনি কি জানেন নিত্য প্রয়োজনীয় এই টুথপেস্ট ঘরের আরও অন্তত পাঁচটি কাজ করতে পারে। ব্যবহার করা জানলে কাজের পরিথি আরও বাড়বে। চাইলে আপনি এটি দিতে জুতা পরিষ্কার করতে পারবেন, কাপড়ের দাঁগ সরাতেও ব্যবহার করবেন।
বহুমূখি কাজে সিদ্ধহস্ত এই টুথপেস্টের পাঁচটি ব্যবহার জানাব—
বৃষ্টির দিন হোক বা শীতের সকাল রাস্তায় বের হলে জুতায় কাদা লাগবেই। জুতার কাদা পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতায় প্রথমে লাগিয়ে নিন পেস্ট। তারপর শুকনা ও নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিন। নতুনের মতো চকচক করবে কাদা লাগা জুতাও।
- ট্যাগ:
- লাইফ
- টুথপেস্ট
- টুথপেস্টের অভিনব ব্যবহার