আনুষ্কাকে সফরে না পেলে ব্যর্থ হবেন কোহলি!

যুগান্তর প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩১

ভারতের ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশ— সফরে ১৪ দিনের বেশি সময় পরিবারকে সঙ্গে রাখতে পারবেন না কোনো ক্রিকেটার। হোক সে সিনিয়র কিংবা জুনিয়র। বিরাট কোহলিদের আরও দশটি নতুন নিয়ম এনেছে বিসিসিআিই। বিষয়টি ভালো লাগেনি ব্রাড হগের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী মনে করেন, শুধু শুধু ক্রিকেটারদের পরিবারের পেছনে লেগেছে ভারতের ক্রিকেট বোর্ড।


অজিদের সাবেক তারকা মতে, এসব নিয়ম আখেরে ভালো কিছু বয়ে আনবে না। হগ সরাসরি কোহলিকে উদাহরণ টেনে বিষয়টি ব্যাখা করেছেন। তোপ দেগেছেন কোচ গৌতম গম্ভীরের দিকে। অজি তারকার বিশ্বাস আনুষ্কা শর্মাকে পাশে না পেলে ব্যর্থতা আরও দীর্ঘায়িত হবে কোহলির। অন্য ক্রিকেটাররাও ভুগবে এমন সব নিয়মে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও