বিশ্বকাপের সুপার সিক্সে যাদের প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ

যুগান্তর প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩০

মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের বাধা পেরিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সেই সুপার সিক্স পর্বের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। যেখানে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।


সুপার সিক্সে পর্বে দু গ্রুপে ভাগ হয়ে খেলবে তিনটি করে দল। যেখানে গ্রুপ-১ এ লড়বে বাংলাদেশ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।


এর আগে গ্রুপপর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে জেতে বাংলাদেশ। গ্রুপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপে শীর্ষ হয়ে ভারত এবং তৃতীয় হয়ে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করে সুপার সিক্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও