স্ক্যাবিস রোগের দেশব্যাপী সংক্রমণ
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১১
স্ক্যাবিস ক্ষুদ্র অণুজীব দিয়ে আক্রান্ত অত্যন্ত ছোঁয়াছে চর্মরোগ। এই রোগে আক্রান্ত রোগীর চামড়ায় প্রচ- চুলকানি হয়, পরবর্তী সময় লাল লাল ফুসকুড়ি ও পানি ফুসকুড়ি দেখা যায়। সাধারণত হাতের আঙুলের ফাঁকে, পুরুষাঙ্গে, অ-কোষে, তলপেটে ও থাইয়ের ওপরের অংশ এই রোগে বেশি আক্রান্ত হয়। চুলকানি এত বেশি হয় যে, অনেক সময় চামড়ায় ক্ষত না করা পর্যন্ত চুলকানি শেষ হয় না। এই রোগের বৈশিষ্ট্য হলো রাত্রে বেশি চুলকায় এবং দ্রুতই পরিবারের সবাই আক্রান্ত হয়ে যায়।
স্ক্যাবিস রোগের দেশব্যাপী প্রাদুর্ভাব
স্ক্যাবিসের প্রাদুর্ভাব খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। অত্যন্ত ছোঁয়াছে হওয়ার ফলে এই রোগ হওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে রাখতে হবে। দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্ক্যাবিস সাধারণত ঘন বসতিপূর্ণ এলাকায়, অপুষ্টিজনিত জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চর্মরোগ
- ছোঁয়াচে রোগ