এআই প্রশিক্ষণে ব্যক্তিগত মেসেজ ব্যবহার করেছে লিংকডইন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ব্যবহারের অভিযোগে লিংকডইনের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।
লিংকডইন প্রিমিয়াম ব্যবহারকারীদের পক্ষ থেকে দায়ের করা এই মামলায় অভিযোগ উঠেছে, বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণ দিতে তাদের ব্যক্তিগত মেসেজ অন্যান্য কোম্পানির সঙ্গে শেয়ারও করেছে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মটি।
মামলায় অভিযোগ, গত বছরের অগাস্টে ‘নীরবে’ এক প্রাইভেসি সেটিং চালু করে বিশ্বের অন্যতম পেশাদার সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটটি, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের এমন এক প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে, যেটি বিভিন্ন থার্ড পার্টিকে এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অনুমতি দিয়েছে।
মামলায় আরও অভিযোগ উঠেছে, মাইক্রোসফটের মালিকানাধীন এ কোম্পানিটি এক মাস পরে তাদের প্রাইভেসি নীতি পরিবর্তন করে ওই পদক্ষেপ গোপন করে বলেছে, এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর তথ্য প্রকাশ করা যেতে পারে।
এদিকে, লিংকডইনের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, “এসব দাবি মিথ্যা, যার কোনও ভিত্তি নেই”।