বিপিএলে ফিক্সিং গুঞ্জন, যে কারণে বাড়ছে সন্দেহ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪২

একের পর এক সন্দেহজনক ওয়াইড, উইকেটের পেছনে বল লুফে নিতে হিমশিম খেতে হচ্ছে স্বয়ং জাতীয় দলের উইকেটরক্ষককে। অন্যদিকে, ব্যাটারের ব্যাট থেকে আসছে চার-ছয়ের মার। গ্যালারিতে থাকা দর্শকরা আনন্দে উদ্বেলিত। উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে কমেন্ট্রি বক্স আর সোশ্যাল মিডিয়ায়। সবার মাঝে বিপিএলে রান দেখার স্বস্তি!


ঠিক একই সময়ে দেশে কিংবা দেশের বাইরে সবার অজান্তে হয়তো চলছে লাখ লাখ টাকার লেনদেন। কখনও কখনও সেটা কোটি টাকার অঙ্কেও চলে যাচ্ছে— এমন সংশয় কারও কারও। কত টাকায় বিক্রি হচ্ছে ক্রিকেট, তার সন্ধান পাওয়া দুষ্কর। তবে, কিছু একটা হচ্ছে সেটা যেন অনেকের চোখে স্পষ্ট। সংশ্লিষ্টরা বলছেন, ফিক্সিংয়ের কালো থাবা বিপিএলে এর আগেও ছিল। ২০১৩ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে হারিয়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।


ফিক্সিং বিতর্কটা এবারও যেন জেঁকে বসেছে। একের পর এক অস্বাভাবিক ওয়াইড, খেলোয়াড়দের শরীরী আচরণে অস্বাভাবিক শিথিলতা, একেবারেই ভিন্ন ঘরানার গেম প্ল্যান– সবকিছু এবারের বিপিএলকে করেছে প্রশ্নবিদ্ধ। যে আসর হওয়ার কথা ছিল পরিবর্তনের, সেখানে এখন কলঙ্কের দাগ খুঁজছেন অনেকে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও