যেভাবে নেইমারের বন্ধু হলেন কিশোরগঞ্জের রবিন মিয়া
‘আমার জন্মদিন ছিল গত ২৫ ডিসেম্বর। সেদিন নেইমারের মা নিজে কেক এনে তাঁর বাড়িতে আমার জন্মদিন উদ্যাপন করেন। নেইমারের বাবা আমাকে একটা বাসাও দিয়েছেন সেখানে। বিচের পাশে, নেইমারের জন্মস্থানের কাছে। সাওপাওলোর মোগি দাস ক্রুজেস এলাকায় তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশির ভাগ সময় থাকি আমি।’
কাল ঢাকায় এসে ফোনে প্রথম আলোকে এই কথাগুলো বললেন রবিন মিয়া। বিশ্ব ফুটবলের মহাতারকা নেইমারের বন্ধু হিসেবে যাঁর একটা পরিচিতি গড়ে উঠেছে। রবিনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাজীর টেক গ্রামে। বয়স এখন ৩৪। বাংলাদেশের কোনো যুবকের জন্মদিন উদ্যাপন করেন নেইমারের মা এবং পরিবারের অন্য সদস্যরা, অনেকের কাছেই তা অকল্পনীয় মনে হতে পারে।
কিন্তু সেটাই বাস্তব। ঘটনাক্রমে নেইমারের বাবার সেক্রেটারি হয়েছেন রবিন। বন্ধুত্ব হয়েছে নেইমার ও তাঁর পরিবারের সঙ্গে। কতটা বন্ধুত্ব, শোনা যাক রবিন মিয়ার মুখেই, ‘আমার জন্মদিনে নেইমারের বাবা আমাকে বললেন, চলো, আমরা দুবাই যাব। থার্টি ফার্স্ট উদ্যাপন করব সেখানে। তো আমরা কয়েকজন ব্রাজিল থেকে দুবাই আসি বাণিজ্যিক বিমানে। নেইমার আসে তার নিজস্ব বিমানে। দুবাইয়ের একটা নামী হোটেলে ছিলাম আমরা। নেইমারের সঙ্গে ওর পার্টনার ছিল। সঙ্গে ওর বাবা, ও বড় ছেলেও (দাভিদ লুকা) ছিল। থার্টি ফার্স্টের পরদিন সন্ধ্যায় নেইমার নিজস্ব বিমান নিয়ে সৌদি আরব যায়। আমি যাই বাণিজ্যিক বিমানে। সেখানেও আমি নেইমার ও তার পরিবারের সঙ্গে এক দিন ছিলাম।’
- ট্যাগ:
- খেলা
- জন্মদিন উদযাপন
- বিদেশি বন্ধু
- নেইমার