ছক্কায় তানজিদের ওপরে শুধু ক্রিস গেইল
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৯:১৯
প্রথম ছয় ম্যাচে ৮ ছক্কা। এমন শুরু যাঁর, সেই তানজিদ হাসান এরপর বিপিএলে ছক্কার রেকর্ড গড়বেন, কে ভাবতে পেরেছিলেন!
পরের চার ম্যাচে সেই তানজিদের ব্যাট থেকে এল আরও ২১টি ছক্কা। যার সর্বশেষ ৭টি আজ চিটাগং কিংসের বিপক্ষে। আর তাতেই রেকর্ড ভেঙে খানখান।