
‘এই নিন, কত খাবেন?’, সরকারি কর্তার মুখে নোটের তাড়া ছুড়ে মারল ক্ষুব্ধ নাগরিকরা
eisamay.com
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৩১
বলিউডের ‘মুন্নাভাই’ সিরিজের দ্বিতীয় ছবি, ‘লাগে রাহো মুন্নাভাই’য়ের একটি দৃশ্য বোধহয় কেউ ভোলেননি। এক বৃদ্ধের পেনশনের টাকা মুক্তির জন্য ঘুষ চেয়েছিলেন এক সরকারি অফিসার। মুন্নাভাইয়ের পরামর্শে, মানিব্যাগ, চশমা, ঘড়ি, হিয়ারিং এইড থেকে শুরু করে ঘুষ হিসেবে পরনের জামা-কাপড় পর্যন্ত খুলে দিয়েছিলেন সেই বৃদ্ধ। প্রায় সেই গান্ধীগিরিই দেখা গেল গুজরাটের এক সরকারি দপ্তরে।
দুর্নীতির বিরুদ্ধে সেই সরকারি অফিসের ভিতরে অভিনব উপায়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মানুষ। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক সরকারি অফিসার তাঁর ডেস্কে হাত জোড় করে বসে আছেন। অন্য দিকে, বিক্ষোভকারীরা গুজরাটি ভাষায় তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছেন। বিক্ষোভকারীদের গলায় প্ল্যাকার্ডও দেখা যায়।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ভাইরাল ভিডিও
- ফেসবুক ভাইরাল