ভালুক তাড়াতে নিজেই সাজলেন ভালুক

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১১:১৭

ভালুক হিংস্র প্রাণী। জঙ্গল থেকে হুট করে কোনো বুনো ভালুক বাড়ির আঙিনায় এলে সেটা খুব ভয়েরই বটে। একগুঁয়ে এই প্রাণীকে বাড়ির আঙিনা থেকে তাড়াতে কত কসরতই না করতে হয়। তবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক বাসিন্দা ভালুক তাড়াতে যে কৌশল নিয়েছেন, তা অভিনবই বটে।


নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের ওই বাসিন্দা ভালুক তাড়াতে নিজেই পরে নেন ভালুকের পোশাক। কালো ভালুকের মুখোমুখি বাদামি ভালুক।


বাড়ির ভেতর থেকে বিশাল এক দুই পায়ের বাদামি ভালুককে বের হতে দেখে জঙ্গল থেকে আসা কালো ভালুকটি খানিকটা থমকে যায়, কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে পড়ে, খানিক তাকিয়ে থেকে জঙ্গলের দিকে দৌড় দেয়।


সত্যিকারের ভালুকের সঙ্গে মানুষ ভালুকের মুখোমুখি হওয়ার সেই দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাদামি ভালুকটি হাত-পা নেড়ে কালো ভালুকটিকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছে। কালো ভালুকটি ভয় পেয়ে পেছনে ঘুরে জঙ্গলের দিকে দৌড়ও দেয়। তবে একগুঁয়ে ভালুকটি আবার ফিরে আসে।


বাদামি ভালুকটি আবার হাত-পা নেড়ে সেটিকে তাড়িয়ে দেয়, আবার সেটি ফিরে আসে। এভাবে কয়েকবার চলার পর অ্যাশভিলের ওই ব্যক্তি খানিকটা দুঃসাহস দেখান। বাদামি ভালুক সেজে গুটি গুটি পায়ে তিনি বাড়ির আঙিনায় নেমে আসেন, কালো ভালুকের দিকে হাত-পা নেড়ে এগিয়ে যেতে থাকেন।


এভাবে কয়েকবারের চেষ্টার পর শেষ পর্যন্ত সফল হন অ্যাশভিলের ওই ব্যক্তি। ভয় পেয়ে পালিয়ে যায় কালো ভালুকটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে