মহাকুম্ভ ২০২৫ ভিডিয়ো: চিমটে নিয়ে তাড়া নাগা সাধুর, কী করেছিলেন ইউটিউবার?

eisamay.com প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৩০

শুরু হয়েছে মহাকুম্ভ। পয়লা দিনেই ৫০ লক্ষেরও বেশি পুন্যার্থী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। সেখানে সমবেত হন লক্ষ লক্ষ সাধু, তীর্থযাত্রী, ভক্ত। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তাই মহাকুম্ভেও পৌঁছে গিয়েছেন ইউটিউবাররা। তাঁদের কনটেন্ট তৈরির তাড়নায় পবিত্র মহাকুম্ভে ঘটে যাচ্ছে অনভিপ্রেত কিছু ঘটনাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, এক নাগা সাধুর সাক্ষাৎকার নিতে গিয়ে কী ভাবে তাঁর রোষের শিকার হয়েছেন এক ইউটিউবার।


বাকিদের মতো ওই ইউটিউবারও মহাকুম্ভে ভালো কনটেন্টের খোঁজে ছিলেন। তিনি পৌঁছে গিয়েছিলেন ‘বাবা নাখুন’ নামে এক নাগা সাধুর ডেরায়। শান্তিতে ধ্যান করছিলেন নাগা সাধু। তার মধ্যেই ওই ইউটিউবার তাঁর সঙ্গে কথা বলা শুরু করেন। সাধুবাবাকে তিনি প্রথমে প্রশ্ন করেন, তিনি কবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? ধ্যান ভাঙলেও বাবাজি বেশ শান্ত ভাবেই জবাব দেন, শৈশবেই তিনি সংসার ত্যাগ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও