You have reached your daily news limit

Please log in to continue


সহকর্মী পেছনে লেগেছে, যে উপায়ে করবেন সমাধান

সহকর্মী প্রতিদ্বন্দ্বী হবেন—এটাই স্বাভাবিক। অফিস কলিগের কাজের সঙ্গে নিজের তুলনা করে ভুলগুলো সংশোধন করার সুযোগ পাবেন। কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী সহকর্মীর সঙ্গে আপনার সম্পর্ক রেষারেষির পর্যায়েও চলে যেতে পারে। এক্ষেত্রে কাজের বিঘ্নও ঘটতে পারে। কর্মক্ষেত্রে আবার অনেকে অযাচিতভাবে পেছনে পড়ে থাকে। তবে কিছু কৌশল মেনে চললে ‘সাপও মরবে, লাঠিও ভাঙবে।’

সহযোগিতা করুণ: কোনো কারণে মনোমালিন্য ঝগড়ায় রূপ নিলেও দ্রুতই থামতে শিখুন। মনে রাখবেন, অফিস কাজের জায়গা। আপনার কোনো বিরক্তিকর সহকর্মীর সঙ্গে আপনার সমস্যা নিয়ে অন্য সহকর্মীরা আপনার পক্ষ নিলেও দ্রুতই সমাধান করুণ। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। যাতে সহজে আপনার সঙ্গে কোনো বিতর্ক বা অকারণ ঝঞ্ঝাটে তিনি না জড়াতে পারেন। কাজের প্রয়োজন বা দরকারি কথা ছাড়া এমন মানুষের সঙ্গে খুব একটা অন্য কথায় যাবেন না।

আগ বাড়িয়ে কথা না বলা: ঝামেলা করে কিংবা ওঁত পেতে থাকে এমন সহকর্মীকে যথাসম্ভব এড়িয়ে চলুন। তার বলা কোনো কথাতেও মন্তব্য করা থেকে বিরত থাকুন। সাধারণত ওরা এক কথার অন্য মানে করে তা নিয়ে সমস্যা তৈরি করেন। তার বলা কথা বা মন্তব্য নিয়ে অকারণে মাথা গরম করবেন না। বরং সে সব কথাকে মজার ছলে নিয়ে বুঝিয়ে দিন আপনি সে সব কথাকে কোনো গুরুত্বই দেননি। উপেক্ষাই এই ধরনের মানুষকে জব্দ করার সবচেয়ে বড় অস্ত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন