বেনজীরের রিসোর্টে ‘বিশাল অঙ্কের’ কর ফাঁকির তথ্য

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ২২:২৯

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে রাজস্ব গোয়েন্দারা। অভিযানের বড় অঙ্কের করফাঁকির তথ্য মিলেছে বলে দাবি করেছেন তাঁরা। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) পরিচালক মো. তারিক ইকবার ও ওয়াকিল আহমদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।


গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত বেনজীরের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিটারের হার্ডডিস্কসহ যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করেছে সিআইসির দলটি। প্রাথমিক অনুসন্ধানে বড় ধরনের করফাঁকির তথ্য পেয়েছে সিআইসি। তাঁরা সুনির্দিষ্ট অঙ্ক জানাতে রাজি হননি। তবে ফাঁকির পরিমাণকে ‘বিশাল’ হিসেবে বর্ণনা করেছেন তদন্ত কর্মকর্তারা।


এ বিষয়ে জানতে চাইলে সিআইসির উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ ফজলে এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে প্রাথমিক তথ্য ইতোমধ্যে ছিল, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি। যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের আয়কর নথি যাচাই করা হয়েছে। কী পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, আর কী পরিমাণ দেখানো হয়নি, সেটাই আমরা এখানে যাচাই করেছি। যেটুকু নথি বা তথ্য আমাদের হাতে এসেছে, সেটুকুর ভিত্তিতে বলা যায়, যথেষ্ট পরিমাণ, বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও