জমে উঠেছে বিপিএল, এখনো প্লে-অফের দৌড়ে ৬ দল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে পূর্ণ ১৬ পয়েন্ট পাওয়া দলটি লিগ পর্বের বাকি চার ম্যাচ ভারমুক্ত হয়ে খেলার সুযোগ পাবে।
প্লে-অফের অন্য তিন স্পট নিয়ে এখন বাকি ৬ দলের মধ্যে কাড়াকাড়ি অবস্থা। টুর্নামেন্টে সব দলই এখন পর্যন্ত অন্তত ৭টি ম্যাচ খেলেছে, এর মধ্যে সর্বোচ্চ ৯টি করে ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। ৮টি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগং কিংস। আর সবচেয়ে কম সাত ম্যাচ খেলা হয়েছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের।
এর মধ্যে যথাক্রমে ৯ ও ৮ ম্যাচ খেলে ঢাকা এবং সিলেটের ঝুলিতে এসেছে মোটে চার পয়েন্ট। আপাতদৃষ্টিতে প্লে-অফের পথ তাদের জন্য বন্ধুর হলেও কাগজে-কলমে এখনো সম্ভাবনা টিকে রয়েছে এই দুই দলের।
এদিকে পয়েন্ট টেবিলে রংপুরের পরের দুটি অবস্থানে থাকা চিটাগং এবং বরিশালের পয়েন্ট সমান ১০। তুলনামূলকভাবে প্লে-অফের বাকি তিন স্পটের দুটি বাগিয়ে নিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তারা। আর টুর্নামেন্টের এই পর্যায়ে সমান ৬ পয়েন্ট করে পাওয়া খুলনা এবং রাজশাহীর পাল্লা এখনো যেকোনো দিকেই ঝুঁকতে পারে।