কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনির কাজ হলো রক্ত পরিশোধিত করে দূষিত বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। হরমোন- ইরাইথ্রোপায়েটিন তৈরি করা যা শরীরের রক্ত তৈরিতে ভূমিকা রাখে। শরীরের পানি, খনিজ ও রাসায়নিক পদার্থের ভারসাম্য রক্ষা করা। কিডনির ৫০ ভাগ ক্ষতি না হওয়া পর্যন্ত serum creatinine বাড়ে না। ৭৫ থেকে ৮০ ভাগ ক্ষতি না হওয়া পর্যন্ত শারীরিক কোনো লক্ষণ প্রকাশ পায় না দীর্ঘমেয়াদি কিডনি রোগ যখন ধরা পড়ে তারপর serum Creatinine আর কমার সুযোগ নেই। যথাযথ চিকিৎসায় কিডনির ক্ষতির হার কমবে কিন্তু স্বাভাবিক হবে না।
কেন হয় কিডনি রোগ : আমাদের দেশের প্রায় ৮ থেকে ১০ ভাগ মানুষ কিডনির রোগে আক্রান্ত।