শীতের শেষে সবজির দাম বেড়ে গেলে রমজানে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে মূল্যস্ফীতি

বণিক বার্তা প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৩

সরবরাহ বাড়ায় বাজারে শীতকালীন সবজির দাম এখন পড়তির দিকে। দেশের প্রত্যন্ত এলাকাগুলোয় ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৫-৮ টাকায়। শহরাঞ্চলে তা ১০-২০ টাকার মধ্যে। একই সঙ্গে শিম, মুলা, আলু, বাঁধাকপি, পেঁপেসহ সব ধরনের সবজির দাম এখন কেজিতে ৩০-৪০ টাকার মধ্যে। যদিও শীতের আগে এসব বিক্রি হয়েছে কেজিপ্রতি ৮০ টাকার বেশিতে। সবজির দাম কমায় গত মাসে মূল্যস্ফীতিও কমে এসেছে। তবে শীতের শেষে বাজারে সরবরাহ কমে এলেও রমজানের কারণে এর মধ্যে কিছু সবজির চাহিদা থাকবে বেশি। এ অবস্থায় পণ্যগুলোর বাজার আবারো অস্থিতিশীল হয়ে ওঠার জোর আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে রমজানের আগেই মূল্যস্ফীতি আরো প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।


তাদের ভাষ্যমতে, শীতের শেষ দিকে এমনিতেই সবজির দাম কিছুটা বাড়তে শুরু করে। আসন্ন রমজানের বাড়তি চাহিদার মধ্যে সবজির বাজার সহনশীল পর্যায়ে রাখতে সরকারকে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও