‘ট্যাংক’, ‘দ্য ট্রেন’, ‘দানব’—সিটিতে যোগ দেওয়া কে এই উজবেক ডিফেন্ডার

প্রথম আলো প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১০:০৪

মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটি যে দলবদলে খেলোয়াড় কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে, তা জানাই ছিল। সেই ধারাতেই জানুয়ারিরর প্রথম সাইনিং হিসেবে তারা দলে নিয়েছে ফরাসি ক্লাব লাঁসের উজবেক সেন্টার ব্যাক আবদুকোদির খুসানভকে।


তাঁর সঙ্গে চার বছরের জন্য, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছে ম্যান সিটি। খুসানভকে কিনতে সিটির খরচ হচ্ছে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড (প্রায় ৫০৬ কোটি টাকা)। উজবেকিস্তানের ইতিহাসে খুসানভই প্রথম ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও