হামজার কারণে বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে
যুগান্তর
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১২
বছরখানেক আগে হাভিয়ের কাবরেরা দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, ‘কোনো একদিন হামজা চৌধুরি বাংলাদেশের জার্সি পরে খেলবেন।’ সেই একদিন খুব সম্ভবত এসেই পড়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশদ্ভূত ইংলিশ তারকার। তার জন্য হলেও বিশ্বের অনেক দেশ এখন লাল-সবুজের খেলায় নজর রাখবে বিশ্বাস কাবরেরার।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হাজমার অন্তর্ভুক্তিতে শুধু জাতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়বে তা নয়। ক্যাবরেরা মনে করেন, হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর বিশ্বের নজরও থাকবে এদিকে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে কাবরেরার। নতুন মেয়াদে দায়িত্ব শুরুর আগে মঙ্গলবার তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে।
- ট্যাগ:
- খেলা
- ইংলিশ প্রিমিয়ার লিগ
- হামজা চৌধুরী