You have reached your daily news limit

Please log in to continue


ভ্যাট আদায়ে গয়নার দোকানে ইএফডি মেশিন বসাচ্ছে এনবিআর

রাজস্ব বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকান থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে সংস্থাটি। এর জন্য জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর। আগামী বৃহস্পতিবার অংশীজনদের সঙ্গে বৈঠক করবে সংস্থাটি।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, সারা দেশে সব গয়নার দোকানে ইএফডি বসাবে এনবিআর। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ইএফডি বসানো হবে। এ লক্ষ্যে দুই বিভাগের ১৮টি জেলা নির্বাচন করেছে এনবিআর। জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন