সম্প্রতি ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, ই-ব্যাংকিং সব জায়গায় ফাঁদ পেতে বসে আছে সাইবার অপরাধীরা।
এদিকে ভারতে বিভিন্ন মাধ্যমে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করা হয়েছে। এরপরেও সাইবার প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। এবার বেঙ্গালুরুর এক প্রযুক্তিকর্মী সাইবার প্রতারণার শিকার হয়ে ১১ কোটি টাকা হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার হয়েছেন বিজয় কুমার নামের এক প্রযুক্তিকর্মী। এ বিষয়ে অভিযুক্ত প্রতারক বিজয়কে বলেন, শেয়ার বাজারে তার ৫০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।