নিরব আসছেন গোলাপ হয়ে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫২
নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সবাই সন্ধ্যায় বা রাতে পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেয়। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করলাম। শুক্র ও শনিবার ছুটি কাটানোর পর রোববার থেকে আবার কাজ শুরু হয়। সিনেমা আমাদের পেশা। সেই জায়গা থেকে মনে হলো, সপ্তাহের শুরুটা হোক গোলাপ সিনেমার খবর দিয়ে।’