গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সারানোর উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেবে দুর্নীতি দমন কমিশন- দুদক।
পুতুলের দুর্নীতির বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। সেই বিষয়বস্তু উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই-একদিনের মধ্যে দুই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
হাসিনাকন্যা পুতুল এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে, যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে।
পুতুলের বিষয়ে দুদকের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে রোববার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, “প্লট দুর্নীতিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।”