You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন নয়, শান্তিকে অগ্রাধিকার দিন: মিয়ানমারকে আসিয়ান

নির্বাচনের পরিবর্তে সংলাপ ও যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দেশের শান্তিকে অগ্রাধিকার দিতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান।

এবছর আসিয়ানের সভাপতির দায়িত্ব নিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেছেন, “সদস্যদেশ মিয়ানমারের যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধ বন্ধ করা এবং জান্তার প্রতিনিধিকে অবাধে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছে আসিয়ান।”

তিনি বলেন, “আমরা জানতে চাই নির্বাচন নিয়ে মিয়ানমার মনে কী আছে।” মালয়েশিয়ার লাঙ্কাওয়িতে আসিয়ানের মন্ত্রীপর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে হাসান আরও বলেন, “তাদের মনে কী আছে তা জানা খুব কঠিন।

“আমরা জানি যে তারা নির্বাচন চায়। তবে আমরা তাদের বলেছি, এই মুহূর্তে নির্বাচনকে অগ্রাধিকার না দিয়ে আগে দেশে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। আমি মনে করি না যে এই কাজটি করা তাদের পক্ষে খুব কঠিন।”

মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি শাসন করছে সেনাবাহিনী-সমর্থিত ‘দ্য স্টেট অ্যাডিমিনিস্ট্রেশন কাউন্সিল’ (এসএসি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন