 
                    
                    যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসের যৌথ সামরিক মহড়া
দক্ষিণ চীন সাগরে পঞ্চমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনস। ম্যানিলার সশস্ত্র বাহিনী এ তথ্য জানিয়েছে।
তবে দেশ দুইটির এই সামরিক মহড়ার কারণে সেখানে চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে।
এক বিবৃতিতে ফিলিপাইনসের সেনাবাহিনী জানিয়েছে, শুক্র ও শানিবার দুই দেশ যৌথ সামরিক মহড়া চালিয়েছে। যা চলতি বছরে প্রথমবার হলেও ২০২৩ সালে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ার পর পঞ্চমবার।
ফিলিপাইনসের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের অধীনে দুই মিত্রের মধ্যে নিরাপত্তামূলক কার্যক্রম বেড়েছে। কারণ তার সঙ্গে ওয়াশিংটনের ভালো সম্পর্ক রয়েছে। ফিলিপাইনসের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যবহারেরও অনুমোদন রয়েছে।

- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যৌথ মহড়া
- সামরিক মহড়া
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                