রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
আগের ম্যাচে জয় এনে দেওয়া জুটি এবার শুরুতেই ভেঙে গেল ভুল বোঝাবুঝিতে। রান আউট হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল। ফেরার আগে আউট নিয়ে দাভিদ মালানের সঙ্গে কিছুটা মনোমালিন্য হলো তার। অধিনায়কের সঙ্গে ওই ঘটনার পর নিজের করণীয় বুঝে নিলেন মালান। আরেকপ্রান্তে দ্রুত আরও তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত শঙ্কা উড়িয়ে অবিচল থেকে দলের জয়ের ধারা ধরে রাখলেন অভিজ্ঞ ইংলিশ ব্যাটসম্যান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অল্প পুঁজি নিয়েও বরিশালকে ভড়কে দিয়েছিল চিটাগং কিংস। তবে স্থানীয় দলকে হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
বিপুল সমর্থকগোষ্ঠি থাকা বরিশাল ও ঘরের মাঠের দল চিটাগংয়ের খেলা হওয়ায় এদিন দর্শক আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই পূর্ণ হয়ে যায় গ্যালারি। কিন্তু টি-টোয়েন্টির মারকাটারি ক্রিকেটের বিনোদন দিতে পারেনি তাদেরকে চিটাগং।