শেষ আটের লড়াইয়ে ফাইনালের উত্তাপ
এটাই হতে পারতো ব্লকব্লাস্টার এক ফাইনাল। নোভাক জকোভিচের মুখোমুখি কার্লোস আলকারাজ। একজন টেনিস দুনিয়ার কিংবদন্তি হয়েছেন আগেই। ট্রফি ক্যাবিনেটে আছে ২৪ গ্র্যান্ডস্ল্যাম। আর অন্যজন টেনিসের উঠতি তারকা। বয়স মাত্র ২১। এরইমাঝে জয় করেছেন ৪ গ্র্যান্ডস্ল্যাম। স্বাভাবিভাবেই তাকে বিবেচনা করা হচ্ছে টেনিসের ভবিষ্যত প্রজন্ম হিসেবে।
এই মুহূর্তে টেনিস জগতের সবচেয়ে আলোচিত দুই নাম মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে। চতুর্থ রাউন্ডের ম্যাচে সরাসরি সেটে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকার বিরুদ্ধে বেশ অনায়াসেই জিতেছেন তিনি। ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪)।
প্রথম দু’টি সেট সহজে জিতলেও তৃতীয় সেটটি জিততে টাইব্রেকারে যেতে হয় জোকোভিচকে। নিজের সার্ভিস ধরে রাখছিলেন তিনি এবং লেহেকা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে ম্যাচ জেতেন জোকার খ্যাত এই টেনিস তারকা। দু’ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। দুজনেই ১৫ বার করে হার্ডকোর্টের গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
- ট্যাগ:
- খেলা
- অস্ট্রেলিয়ান ওপেন