কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন জাতীয় কবি প্রয়াত কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার বিকেল সাড়ে ৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন।
বাবুল কাজীকে গতকাল ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়।