You have reached your daily news limit

Please log in to continue


ভ্যাপসা গরমের পর মধ্যরাতে স্বস্তির বৃষ্টি

গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তি নিয়ে এলো মধ্যরাতের বৃষ্টি। মধ্যরাতের এই বৃষ্টি যখন ঝরছিল, তখন নগরবাসী গভীর ঘুমে মগ্ন থাকলেও এক অনাবিল সতেজতা যেন চারপাশ আচ্ছন্ন করে ফেলে। ঘুম ভাঙতেই ছিল এক শীতল অনুভূতি, আর চোখ মেলতেই দেখা মেলে ভেজা রাস্তা ও স্নিগ্ধ এক নতুন সকালের।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা তীব্র গরম থেকে মানুষকে মুক্তি দিয়েছে। জনজীবনে ফিরে এসেছে এক ধরনের স্বস্তি।

গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছিল। দিনের বেলায় সূর্যের প্রখর তাপ এবং রাতেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ ছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং শিশুদের জন্য এই গরম অসহনীয় হয়ে উঠেছিল। কিছু কিছু জায়গায় বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।

বুধবার দিবাগত রাত ৩টার পর হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় স্বস্তির বৃষ্টি। সঙ্গে ছিল ব্যাপক বজ্রপাত। প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও, ধীরে ধীরে এর তীব্রতা বাড়ে। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে এবং বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি দূর হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন