রাশিয়ার হয়ে যুদ্ধে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬: ভারত
রাশিয়ার হয়ে ইউক্রেইন যুদ্ধে লড়াই করে এ পর্যন্ত অন্তত ১২ জন ভারতীয় নিহত হয়েছে। খোঁজ পাওয়া যাচ্ছে না আরও ১৬ জন ভারতীয়র। শুক্রবার এ পরিসংখ্যান দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘রুশ সেনাবাহিনীতে নিয়োজিত ১২৬ জন ভারতীয়ের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। তাদের মধ্যে ৯৬ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন নিখোঁজ।’’
রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনতে পররাষ্ট্রমন্ত্রণালয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের সঙ্গে যোগাযোগ করছে।
ভারতীয় পত্রিকার খবরে বলা হয়েছে, কয়েকদিন আগেই রুশ সেনাবাহিনীতে কাজ করা বিনিল বাবু নামে কেরালার এক বাসিন্দার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
পেশায় বিদ্যুৎমিস্ত্রি বিনিল মোটা বেতনের চাকরির টোপে ফেঁসে যান। বিনিল এবং তার এক বন্ধু রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন। পরে তারা জানতে পারেন, সেখানে তাদেরকে কাজ করতে হবে রুশ সেনাবাহিনীর হয়ে।