যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ২৩০০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন, ৪০০০ ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রে দানবিক এক শীতকালীন ঝড়ে ইতোমধ্যে দুই লাখ ৩০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এই ঝড় ভারি তুষারপাত দিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোকে স্থবির করে দেওয়ার হুমকি তৈরি করেছে।
এই ঝড় পুরোপুরি আসার আগেই শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে, জানিয়েছে রয়টার্স।
আবহাওয়ার পূর্বাভাসগুলোতে বলা হয়েছে, তুষার, স্লিট, জমাট বৃষ্টি ও বিপজ্জনক হাড়কাঁপানো ঠান্ডা রোববার ও পুরো সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই ঝড়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। শনিবার তিনি সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, আরকানস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণার অনুমোদন দিয়েছেন।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা ঝড়টির পথ পর্যবেক্ষণ করতে থাকবো আর সব অঙ্গরাজ্যের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবো। নিরাপদ থাকুন ও উষ্ণ থাকুন।”
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) জানিয়েছে, ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জরুরি আবহাওয়া পরিস্থিতি ঘোষণা করেছে।