You have reached your daily news limit

Please log in to continue


নিঃসঙ্গ জীবনের সঙ্গী হবে আরিয়া, প্রয়োজন মেটাবে প্রেমিকারও!

একাকিত্বে ভুগছেন, সঙ্গীর প্রয়োজন? চিন্তা নেই। সম্প্রতি লাস ভেগাসের একটি ইলেকট্রনিক্স শোতে আরিয়া নামে এক রোবট ঝড় তুলেছে। রিয়েল বোটিক্স নামক মার্কিন এক সংস্থা আরিয়া রোবটটি তৈরি করেছে। তাদের দাবি, একবার এই রোবট কিনলে বাস্তব জীবনে আর প্রেমিকার প্রয়োজন হবে না!

রিয়েল বোটিক্স কর্তৃপক্ষের দাবি, রেগে গেলে প্রেমিকা ঠিক যেমন আচরণ করে, রোবট গার্লফ্রেন্ড আরিয়াও তেমনই করবে।

এমনকি মন খারাপে সে আপনার কথা শুনবে। সমস্যার সমাধানও দেবে। এই ক্ষেত্রে বিজ্ঞানীদের অবদান রোবটদের আগের তুলনায় আরও মানবিক করে তুলছে। অর্থাৎ, আরিয়া সব কিছু বুঝতে পারে। একেবারে গার্লফ্রেন্ডের মতোই আচরণ করবে আপনার সঙ্গে। 

ভালবাসা, কথা, গান এবং কখনও কখনও অভিমানও করবে।  কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটটির ঘাড় থেকে পা পর্যন্ত রয়েছে ১৭টি মোটর। যা আরিয়ার মুখ এবং চোখের নড়াচড়া, অন্যান্য অঙ্গভঙ্গি হুবহু মানুষের মতো করতে সহায়তা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন