১০ বছর পর রাঞ্জিতে ফিরছেন রোহিত
ঘরোয়া ক্রিকেটে ভারতের তারকা ক্রিকেটারদের ফেরার আলোচনা চলছে কিছু দিন ধরে। এর মাঝেই রোহিত শার্মা নিশ্চিত করেছেন রাঞ্জি ট্রফিতে তার অংশগ্রহণের বিষয়টি। জাম্মু ও কাশ্মির ম্যাচ দিয়ে প্রায় এক দশক পর এই প্রতিযোগিতায় খেলার ঘোষণা দিয়েছেন ভারত অধিনায়ক।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে মুম্বাইয়ের লড়াই। এটি হবে ২০১৫ সালের নভেম্বরের পর রাঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের ক্রিকেটার রোহিতের প্রথম ম্যাচ।
মুম্বাইয়ে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সংবাদ সম্মেলনে ছিলেন রোহিত। সেখানে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তারকা ওপেনার উত্তরে বলেন, “হ্যাঁ, আমি খেলব।”
টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সে মোটেও ভালো নয়। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারে তারা। দুই সিরিজেই দলটির হারের মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা।
- ট্যাগ:
- খেলা
- রঞ্জি ট্রফি
- রোহিত শর্মা