ইমনের বেঙ্গল সিম্ফনির প্রথম গান 'ফুল নেয়া ভালো নয়'
ডেইলি স্টার
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৩
সুরকার ও কণ্ঠশিল্পী ইমন চৌধুরী বেঙ্গল সিম্ফনি নামে নতুন প্রজেক্ট নিয়ে এসেছেন। তাদের প্রথম গান 'ফুল নেয়া ভালো নয়' আজ শনিবার প্রকাশিত হবে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি নিজেই গানটির কম্পোজিশন ও সংগীত পরিচালনা করেছেন।
পল্লীকবি জসীম উদ্দীনের 'হলুদ বরণী' কবিতা অবলম্বনে এই গানটি তৈরি হয়েছে।
ইমন চৌধুরী ২০২৩ সালে ব্যান্ড 'চিরকুট' ছেড়ে দেন। এরপর থেকে একক সংগীতে ব্যস্ত তিনি। এবার তার ভক্তদের বেঙ্গল সিম্ফনির মাধ্যমে নতুন গানের খবর দিলেন।
ব্যান্ডের পাশাপাশি ইমন চৌধুরী সিনেমার গানেও প্রতিভার প্রমাণ দিয়েছেন। তার সংগীত পরিচালনায় 'সাদা সাদা কালা কালা', 'আটটা বাজে দেরি করিস না', 'ধীরে ধীরে', 'ঘোমটা তুলে বদন খুলে', 'ট্যাকা পাখি', 'তোর সাথে নামলাম রে পথে', গানগুলো জনপ্রিয়তা পেয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন গান
- ব্যান্ড দল
- ইমন চৌধুরী